গুলশান হামলায় জড়িত থাকার কথা স্বীকার জঙ্গি সোহেল মাহফুজের


জঙ্গি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে জঙ্গি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ। রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তি দিয়েছে সে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (উপ-পরিদর্শক) ফরিদ উদ্দিন।
রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীবের খাস কামরায় এ জবানবন্দি দেয় সোহেল মাহফুজ। এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক হুমায়ুন কবির সোহেল মাহফুজের দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করার জন্য বিচারকের কাছে আবেদন করেন। বিচারক ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানও হলি আর্টিজানের হামলায় জড়িত থাকার কথা জঙ্গি সোহেল মাহফুজ আদালতে স্বীকার করেছে বলে বাংলা ট্রিবিউনের কাছে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ৭ জুলাই শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কনি এলাকা থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

/এসআইটি/এনএল/টিএন/