সিরিজ বোমা হামলা : সাজা কমলো শরীয়তপুরের দুই জঙ্গির

আদালত

২০০৫ সালে সারাদেশের মতো শরীয়তপুরেও সিরিজ বোমা হামলা করেছিল চরমপন্থী জেএমবি সদস্যরা। ওই বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান স্বপন ও মালেক হোসেন নামের দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ জুলাই) এ বিষয়ে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো.নাসির উদ্দিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।  

২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাক বাংলোর সামনে ও পালং বাজারে সারাদেশের মতো একযোগে বোমা হামলা করা হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল শরীয়তপুরের বিচারিক আদালত। 

/এমটি/টিএন/