সিদ্দিকুরকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে যান তিনি।

এ সময় তিনি সিদ্দিকুরের সঙ্গে কথা বলেন ও তার খোঁজ-খবর নেন। তার দুর্ঘটনার জন্য দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। তিনি সিদ্দিকুরের মা ও ভাইয়ের সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও তাদেরকে জানান হারুন-অর-রশিদ।

 উপাচার্য হাসপাতালে আধাঘণ্টা অবস্থান করেন। তিনি সিদ্দিকুর রহমানের পরিবারের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযাগিতার আশ্বাসও দেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়র প্রা-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও প্রক্টর এইচ এম তায়হীদ জামাল শিপু তার সঙ্গে ছিলেন।

/আরএআর/বিএল/