টানা বৃষ্টিতে ঢাবি ক্যাম্পাসে জলাবদ্ধতা, ভোগান্তি

জমে থাকা পানি মাড়িয়ে ক্লাসের দিকে যাচ্ছেন এক শিক্ষার্থী (ছবি- প্রতিনিধি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মঙ্গলবার রাত থেকে বুধবার (২৬ জুলাই) দুপুর পর্যন্ত হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েন ওই সব এলাকা দিয়ে চলাচলকারী পথচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাবির মল চত্বর, কলা ভবন, হাকিম চত্বর, শ্যাডো, টিএসসি, ফুলার রোড, দোয়েল চত্বর, শহীদ মিনার এলাকা, পলাশী এবং বিভিন্ন হলের সামনে জলাবদ্ধতা তৈরি হয়েছে৷গতকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বুধবার ভোরের দিকে প্রবল বৃষ্টিপাতে রূপ নেয়৷ এতে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পুরো ক্যাম্পাস পানিতে টইটুম্বুর হয়ে ওঠে৷

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কয়েকজন শিক্ষার্থী জানান, জগন্নাথ হলের পুকুরের পানির উচ্চতা বেড়ে প্রায় পাড় স্পর্শ করেছে। আর মাঠে প্রায় হাঁটুসমান পানি জমেছে৷

জলাবদ্ধ রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন (ছবি- প্রতিনিধি)

ক্যাম্পাস সূত্র জানায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের নিয়মিত কার্যক্রম ছিল৷ এতে জলাবদ্ধ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের আসা-যাওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হয়৷

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থী আবদুল করিম বলেন, ‘ক্যাম্পাসে আসার পর থেকে এ পর্যন্ত এমন জলাবদ্ধতা আর দেখা হয়নি৷ সকাল ১০টা থেকে ক্লাস থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর রাস্তায় হাঁটুসমান পানি থাকায় ক্লাস পর্যন্ত পৌঁছাতে দেরি হয়েছে।’

বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ঢাবি ক্যাম্পাসের একটি অংশ (ছবি- প্রতিনিধি)

ক্যাম্পাস সূত্র জানায়, দুপুরের পর জমে থাকা পানি কমতে শুরু করে৷ কিন্তু ক্যাম্পাসের মল চত্বর,শ্যাডো ও শহীদ মিনার এলাকার মতো কিছু জায়গায় জলাবদ্ধতা ছিল৷ একবার বৃষ্টি হলে এ জায়গাগুলোতে অন্তত সাত দিন পানি জমে থাকে৷

/এমএ/