৮ শহীদের স্মৃতিস্তম্ভ উন্মোচন ব্রিটিশ কাউন্সিলে

 

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে দায়িত্ব পালনকালে আট শহীদ নিরাপত্তারক্ষীর স্মরণে স্মৃতিস্তম্ভ উন্মোচন করলো ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর ফুলার রোডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যার কিরন ডেভেইন, দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মার্ক স্টিফেনস ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম।

ব্রিটিশ কাউন্সিলে আট শহীদের স্মৃতিস্তম্ভ বারবারা উইকহ্যাম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের অবদান বিষয়ে কাজ করতে গিয়ে আমরা জানতে পেরেছি আটজন শহীদ নিরাপত্তারক্ষীর কথা। তারা ১৯৭১ সালে এই ব্রিটিশ কাউন্সিলকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। আমরা এখনও তাদের পরিচয় সম্পর্কে অবগত নই। তবে শিগগিরই জানতে পারবো বলে আশা করছি। তাদের স্মরণেই এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে।’

ব্রিটিশ কাউন্সিলে আট শহীদের স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানবাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ধারণা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করছে উল্লেখ করে স্যার কিরন ডেভেইন বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক  ইতিবাচক। আমরা প্রায় ৭০ বছর ধরে বাংলাদেশে যুক্তরাজ্যের সর্বোচ্চমানের শিক্ষা, সমাজ ও শিল্পের বিস্তৃতি নিয়ে কাজ করে চলেছি, যা এ দেশে অবদান রেখে চলেছে।’

/ইউআই/এপিএইচ/