রাজধানীতে ৩৪ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংসরাজধানীর পুরান ঢাকার চক মুগলটুলি এলাকার একটি মার্কেট থেকে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের এক কোটি ৬৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) চক মুগলটুলির আল সাহানী মার্কেটে কোস্টগার্ড, ঢাকা জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর যৌথ অভিযান চালায়। এসময় মার্কেটের আন্ডারগ্রাউন্ডের আটটি দোকান থেকে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোস্টগার্ডের দীর্ঘদিনের নজরদারির পর বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই মার্কেটে এই অভিযান চালানো হয়। পরে জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ডের পক্ষে অভিযানে ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার সাখাওয়াত কবির ও সাব-লেফটেন্যান্ট মমতাজুল আসিফ। এছাড়াও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর ও মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কাশেমও উপস্থিত ছিলেন।

/এনআই/এএম