রাজবাড়ীতে স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা জজ পাইলট উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের শিক্ষক তপন কুমার সরকারকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তপন কুমার সরকার বলেছেন, ‘গত ১২ আগস্ট রাত ৯টার দিকে স্কুলের পাশে একটি দোকানে সহকর্মী বশির আহমেদের সঙ্গে চা পানের পর বাসায় ফিরছিলাম। কিছুদূর যেতেই স্কুলের পেছনে ৫-৬ জন পেছন দিক থেকে আমাদের ওপর আক্রমণ করে। প্রথমে পেছন থেকে আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তখন বাঁচার জন্য দৌড়াই। কিছুদূর যেতে হাতুড়ির আরেকটি আঘাতে মাটিতে পড়ে যাই। তখন হাতুড়ি দিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।’

স্কুলশিক্ষক আরও জানান, ঘটনার পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। শনিবার দিবাগত রাত ৩টায় ঢামেক হাসপাতালের অর্থোপেডিক বিভাগে নিয়ে আসা হয় তাকে।

সহযোগী অধ্যাপক খায়রুল আমিন খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তপন কুমার সরকার। তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন চিকিৎসকরা। অন্যদিকে তার সহকর্মী বশির আহমেদ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে।

তপন কুমার সরকারের বাবা শিবনাথ সরকার। তার তিন ভাই, দুই বোন। ভাইদের মধ্যে তিনি  ছোট। তাদের বাড়ি রাজবাড়ীর পাংশার নারায়ণপুরে। তার স্ত্রী রাখী মুখার্জী। তাদের এক মেয়ে।

/এআইবি/জেএইচ/আপ-এএইচ/