বন্যার পানি নেমে গেলেও চিকিৎসকরা কাজ করবেন: স্বাস্থ্যমন্ত্রী

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)বন্যার পানি নেমে গেলেও স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত উপদ্রুত এলাকাগুলোতে চিকিৎসকরা কাজ করে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সরকার বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি উপদ্রুত ১২৭ উপজেলায় ১ হাজার ৯৪৫টি মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসক পাঠিয়েছে। জরুরি ঔষধও পাঠানো হয়েছে দুর্গত মানুষের জন্য। বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর নেতৃত্বেও চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা দিচ্ছেন।

আজ ২০ আগস্ট রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইন্সটিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বন্যা নিয়ে বিএনপি নেত্রী টুইট করতে পারেন কিন্তু উপদ্রুত এলাকায় যেতে পারেন না। হাওড় এলাকা প্লাবিত হয়ে গেল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে নিরীহ মানুষ মারা গেলো কিন্তু বিএনপি নেত্রী দুর্গত মানুষের পাশে যাননি। এখনও তিনি বানভাসী মানুষের পাশে না গিয়ে লন্ডন থেকে টুইট করে সমবেদনা জানাচ্ছেন।

তিনি বলেন, সরকার বন্যায় দুর্গত মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে রবিবার কুড়িগ্রাম গিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য নিয়ে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও শেখ হাসিনার নেতৃত্বে প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ বন্যা নিয়ে রাজনীতি করে না।

ইন্সটিটিউটের স্বাধীনতা চিকিৎসক পরিষদ শাখার সভাপতি ডা. এম এ জহিরুল হক চৌধুরী সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বক্তৃতা করেন।

/জেএ/টিএন/