দুদকের নতুন সচিব শামসুল আরেফিন

শামসুল আরেফিনদুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন সংস্থার ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছেন। সাবেক সচিব আবু মো. মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়েছেন সরকারের এই অতিরিক্ত সচিব। সোমবার (২১ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শামসুল আরেফিনকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হয়। সোমবার যোগদান করেই তিনি কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি তার কাজে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে সবাই দায়িত্বপালন করলে চলমান দুর্নীতিবিরোধী কার্যক্রম সামাজিক আন্দোলনে রূপ নেবে।

দুদক সূত্রে জানা গেছে, ড. মো. শামসুল আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন। ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি। ২০১২ সালের ৭ আগস্ট থেকে দুদক মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।