এইচএসসির পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফাইল ছবিচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২৪ জন পরীক্ষার্থী। এছাড়া, ফেল থেকে পাস করেছে ১৬৯ জন। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়েছে এক হাজার ৪৫ জন পরীক্ষার্থীর।

গত ২৩ জুলাই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার পাসের হার ছিল গত কয়েক বছরের তুলনায় অনেক কম, ৬৮ দশমিক ১৯ শতাংশ। ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যাও ছিল সবচেয়ে বেশি। ১০টি শিক্ষাবোর্ডে অন্তত দেড় লাখ পরীক্ষার্থী প্রায় তিন লাখ পত্রের ফল পরিবর্তনের জন্য আবেদন করে। যা এযাবৎ কালের সবচেয়ে বেশি পুনঃনিরীক্ষণ আবেদন।