জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলার নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়হাইকোর্টে করা এক রিটের জবাবে মিথ্যা তথ্য দেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস। বুধবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানকে মামলাটি করার নির্দেশনা দেওয়া হয়। হাফিজুর রহমানের আইনজীবী ব্যারিস্টার রেহান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই রিটের জবাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্য কর্মকর্তারা সম্পূর্ণ মিথ্যা ও সৃজনকৃত তথ্য আদালতে জমা দিয়েছিলেন। এ বিষয়ে গত ৬ এপ্রিল প্রভাষক হাফিজুর রহমান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেন। রেজিস্ট্রার অভিযোগের সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেন।

গত ১১ জুলাই আদালতের আদেশ অনুসারে হাফিজুর রহমানের বেতন-ভাতাদি না দেওয়ায় ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আবেদনের পক্ষে আইনজীবী মো. গিয়াস উদ্দিন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতাদি দেওয়ার জন্য ২০১৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট একটি রায় দেন। এ রায় অনুসারে তাকে বেতন-ভাতাদি না দেওয়ায় ৪ জুন হাফিজুর রহমান আদালত অবমাননার আবেদন করেন।