শাহজানপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ওই লাশ উদ্ধার করা হয়। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম মো. রফিকুল ইসলাম করিম (৬৫)। পুলিশ সূত্রে জানা গেছে, কলোনির ডরমেটরি কোয়ার্টারের একটি ভবনের নিচতলার ৫নং রুম থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ওই সময় রুমটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে উদ্ধার করা হয় ব্যবসায়ীর লাশ।
নিহতের ছেলে মো. ইলিয়াছ জানান, তার বাবার কমলাপুর পীরজঙ্গী মাজার সংলগ্ন একটি সিগারেটের দোকান আছে। ওই বাসায় থাকতেন তিনি। মালামালের গোডাউন হিসেবেও ব্যবহার করতেন ওই বাসা। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত, সে বিষয়ে কিছু জানতে পারেননি ইলিয়াস।
এসআই রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলা ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি। দুর্বৃত্তরা ব্যবসায়ীকে হত্যা করে ঘর তালাবন্ধ করে পালিয়ে গেছে বলে ধারণা করেন তিনি।

আরও পড়ুন-
ঢামেক থেকে পালালো আসামি

ইউনিসেফে চাকরির আশ্বাস দিয়ে এনজিও’র প্রতারণা

আদালতে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাভারের ওসি