যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

বাস চাপারাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে বাসচাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আমির হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বড় গোপালদী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
নিহত ব্যবসায়ীর স্ত্রী রেশমা বাংলা ট্রিবিউনকে জানান, আমির হোসেন মাতুয়াইল ব্রিজের নিচে পান-সিগারেটের ব্যবসা করতেন। বুধবার রাত ৮টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য আমির হোসেনের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন-

শাহজানপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

‘সেই পুলিশের আঘাতেই চোখ হারালাম!’