ঢাবি অধিভুক্ত সাত কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু

14b418bcf5340b85a0783f78560adf2b-59778a40dc330ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের (নতুন ও পুরনো সিলেবাস অনুযায়ী) পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা শুরু হয়। আগামী ৩১ অক্টোবর পরীক্ষা শেষ হবে।

রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘প্রথম পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বেগম বদরুন্নেছা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজ, ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র ইডেন কলেজ, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেছা কলেজ,তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র মিরপুর বাংলা কলেজ এবং বাংলা কলেজের পরীক্ষা কেন্দ্র হিসেবে তিতুমীর কলেজ নির্ধারিত হয়েছে।’