এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫৪, আহত ৬৯৬

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনএবার কোরবানির ঈদে দেশের সড়ক- মহাসড়কে ২১৪ টি সড়ক দুর্ঘটনায় মোট ২৫৪ জন নিহত ও ৬৯৬ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক জরিপের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই পরিসংখ্যান তুলে ধরা হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ২২টি জাতীয় দৈনিক, ছয়টি আঞ্চলিক দৈনিক ও ১০টি অনলাইন দৈনিকে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এ পরিসংখ্যান তৈরি করে।

সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের এই প্রতিবেদনে বলা হয়,ঈদ যাত্রা শুরুর দিন ২৮ আগস্ট থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার ৯ সেপ্টেম্বর  পর্যন্ত ১৩ দিনে ২১৪টি সড়ক দুর্ঘটনায় ২৫৪ জন নিহত ও ৬৯৬ জন আহত হয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে নৌ-পথে ১৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ৪৩ জন ।  

এসময় সংগঠনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে  রয়েছে- ১. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সেল গঠন, ২. যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও যথাযথ ব্যবহারের উদ্যোগ গ্রহণ, ৩. মহাসড়কে দ্রুত গতি ও ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা,  ৪. মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামতের পাশাপাশি রোড সেফটি অডিট করা, ৫.  সড়ক-মহাসড়কে রোড ডিভাইডার স্থাপন করা, ৬. মানসম্মত ও নিরাপদ যানবাহন ব্যবস্থা গড়ে তোলা, ৭. নিরাপদ ও প্রশিক্ষিত চালক তৈরি করা, ৮. দেশের সড়ক-মহাসড়কে পথচারীবান্ধব ফুটপাত, জেব্রা ক্রসিং, ওভারপাস, আন্ডারপাস নির্মাণ করা, ৯. ওভারলোড নিয়ন্ত্রণে মানসম্মত পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা, ১০. মহাসড়কে নছিমন-করিমন, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা বন্ধে সরকারের গৃহীত সিদ্ধান্ত শত ভাগ বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, পিএসসি’র সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ,সাংবাদিক আবু সাঈদ খান,ড. মাহবুব আলম তালুকদার,বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খান প্রমুখ।

আরও পড়ুন:

১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে চাল রফতানি করবে না ভারত