মিরপুরে ম্যানহোলে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

ম্যানহোল থেকে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা

রাজধানীর মিরপুরে ম্যানহোলে ময়লা পরিষ্কার করতে গিয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিখোঁজ হওয়া তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বুধবার (১৩ আগস্ট) বিকাল পৌনে চারটার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল।

এখনও নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার সময় মিরপুর-২ এর সাত নম্বর সেকশনের চলন্তিকা মোড়ে একটি ম্যানহোলে ময়লা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন ওই তরুণ। এরপর রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চালান। লাশ না পেয়ে তখন তল্লাশি অভিযান স্থগিত রাখা হয়। বুধবার সকাল ১০টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি দল। বিকাল সাড়ে তিনটার দিকে ওই ম্যানহোলের ভেতরে থেকে মৃত অবস্থায় তরুণের লাশ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ১৯ বছর। উদ্ধারের পর স্থানীয় থানা পুলিশকে লাশটি বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

রাজধানীর রূপনগর থানার ডিউটি অফিসার এসআই রাশিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যানহোলে পড়ে নিহত তরুণের লাশ ফায়ার সার্ভিস তাদের (পুলিশকে) বুঝিয়ে দিয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ এখনও লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন:

কোচিং ও গাইড বই বন্ধে আইন হচ্ছে : শিক্ষামন্ত্রী