রাজধানীতে দুই জনের অস্বাভাবিক মৃত্যু

ময়নাতদন্তরাজধানীতে পৃথক ঘটনায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মিরপুরের রূপনগরে ভবন থেকে পড়ে বরকত আলী (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। অন্য এক ঘটনায় পল্লবীর কালশীতে গলায় ফাঁস দিয়ে সমর আলী (৩২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তাদের লাশ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট থানা ও ঢামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রূপনগর থানার মিরপুর-৬ নম্বর সেকশনে একটি ৯তলা ভবনে রডমিস্ত্রীর কাজ করতেন বরকত আলী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত বরকত আলীর সহকর্মী হোসাইন বাংলা ট্রিবিউনকে জানান, বরকত আলীর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুরাদাবাদ গ্রামে। তার বাবার নাম নালু মিয়া। মিরপুরের ওই ভবনেই থাকতেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে ৯ তলা থেকে নিচে পড়ে গেলে গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পল্লবীর কালশীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সমর আলী নামে এক রিকশাচালক। সমর আলীর ভগ্নিপতি মমিন মিয়া জানান, কালশী লালমাটিয়া ডি ব্লকের লাইন-২৩, ৬ নম্বর বাসায় ২ ছেলে ও স্ত্রী শিল্পীকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। পেশায় রিকশাচালক ছিলেন সমর আলী।  তিনি ৪ মাস ধরে অসুস্থ থাকায় রিকশা চালাতে পারেননি। এ অবস্থায় ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি অনেকটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসার ভেতর আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পল্লবী থানার এসআই আব্দুল মান্নান শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। তিনি ঠাকুরগাঁও সদরের ইয়াকুবপুর গ্রামের হযরত আলীর ছেলে।

আরও পড়ুন:

বিক্ষোভে সু চির কফিনে আগুন 

সম্প্রীতি রক্ষার আহ্বান জুমার খুতবায়