রাজধানীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ট্রেনে কাটা

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় মো. ফারুক (২৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। পেশায় সিকিউরিটি গার্ড এ ব্যক্তি ঈদের ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে এসে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টায় দুর্ঘটনার শিকার হন।রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকালে কুড়িল বিশ্বরোডে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ফারুক। পরে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে ফারুকের ভাই আকমল হোসেন শাহীন জানান, ফারুক বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের, ১৬ নম্বর রোড, ৪৭৬ নম্বর বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করতো। ছুটি শেষে গ্রাম থেকে ঢাকায় এসে কুড়িল বিশ্বরোডে নেমে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মাহামুদপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে ফারুক ছিল ছোট। ময়নাতদন্ত শেষে বিকালে বড় ভাই শাহীন তার মৃতদেহ নিয়ে যান।