হেফাজতের মিয়ানমার দূতাবাস ঘেরাও কাল

হেফাজতে ইসলামআগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম। রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি নিয়েছে সংগঠনটি। হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।’

তিনি জানান, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিতে হেফাজতের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ তহবিল কমিটি গঠন করা হয়েছে। হেফাজতের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক, মাওলানা লোকমান হাকীম মোজাহের উলুম, মাওলানা সলিমুল্লাহ নাজিরহাট, মাওলানা আবুল হাসান জোয়ারিয়ানালা, মাওলানা আনাস মাদানীকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।