জঙ্গি মেহেদীর চার দিনের রিমান্ড মঞ্জুর

জঙ্গি মেহেদীর‌্যাবের অভিযানে আটক হওয়া জঙ্গি সংগঠন (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের ‘ব্রিগেড আদ-দার-ই-কুতনি’র কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে জিব্রিলকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম সাতবির ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া এ তথ্য জানিয়েছেন।

এসআই ফরিদ মিয়া জানান, বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মেহেদীকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। মহানগর হাকিম শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে ইমাম মেহেদী হাসান ওরফে জিব্রিলকে গ্রেফতার করে র‌্যাব-৩। পরে বৃহস্পতিবার কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারর র‌্যাব ৩-এর সিও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, সে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি) ‘সারোয়ার-তামিম গ্রুপ’-এর ‘ব্রিগেড আদ-দার-ই-কুতনি’র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। সে ঢাকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পড়াশোনা শেষ করেছে। ছাত্রাবস্থায়  সে র‌্যাম্প মডেলিংয়েরও কাজ করেছে। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফলের রাজাপুরে। তবে তারা দীর্ঘদিন ধরে ঢাকায় মহাখালির ওয়ারলেস গেট এলাকায় বসবাস করত।

এদিকে, মেহেদীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ৪ মে থেকে মেহেদী ও তার শ্যালক সায়েম বিল্লাহ নিখোঁজ রয়েছে। খিলগাঁও থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল। মেহেদীকে র‌্যাব আটক করলেও তার শ্যালক সায়েম বিল্লাহ এখনও নিখোঁজ রয়েছে।