রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে ৬ অক্টোবর হেফাজতের সমাবেশ

 

 

হেফাজতরোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ অক্টোবর কক্সবাজারে সমাবেশ করবে হেফাজতে ইসলাম। শনিবার বিকেলে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত বিশেষ জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজত আমির আহমদ শফী।

হেফাজতের আমির বলেন, ‘রোহিঙ্গা মুসলমানদের রক্ষায়  রাখাইনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা প্রয়োজন। মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধসহ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বসংস্থা ও মুসলিম রাষ্ট্রগুলোর নৈতিক দায়িত্ব। মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্ব নেতাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’

আহমদ শফী বলেন, ‘মিয়ানমার সরকার ও বৌদ্ধদের কাছে মানবিকতা বলতে কিছুই নেই। তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর হত্যাকাণ্ড চালিয়ে মানবাধিকারের লঙ্ঘন করেছে। মিয়ানমারের সব পণ্য বর্জন করতে হবে। তাদের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করতে হবে।’

হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করে দেওয়া হচ্ছে। রোহিঙ্গা মুসলমানরা এমনিতেই চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তারা সবধরনের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের নাগরিকত্বও দেওয়া হয়নি। এবার তাদের বসতভিটা থেকেও উচ্ছেদ করে গ্রামগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমির ও ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী, মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,  মাওলানা ফজলুল করিম কাসেমী প্রমুখ।