নিরাপত্তার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার





আছাদুজ্জামান মিয়া (ফাইল ছবি)শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানীর সবগুলো পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  নিরাপত্তার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কোনও হুমকি নেই। তবে নাশকতার বিষয়টি মাথায় রেখেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকেশ্বরী, বনানী, রামকৃষ্ণ মিশন ও রমনাসহ রাজধানীর ২৩১টি পূজামণ্ডপকে তিন ভাগে ভাগ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া, মণ্ডপ এলাকায় সব ধরনের ব্যাগ, ধাতব বস্তু, ছুরি ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

বিসর্জনের দিন বিকাল ৩টায় বের হয়ে সময়মতো বিসর্জনের অনুরোধ জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। তারা উৎসব পালন করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। আমরা সেটা দেবো।’