বেইজিংয়ে ইন্টারপোলের সম্মেলন শুরু

ইন্টারপোলের ৮৬ তম বার্ষিক সাধারণ সভায় আইজিপিআন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৮৬ তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জেন পেং চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী (২৬-২৯ সেপ্টেম্বর) এ সম্মেলন উদ্বোধন করেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- Taking a stance on global security। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জ্যু শিং কুন, জননিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার ও ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হঙ ওয়ে, ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল ইয়র্গেন স্টক, ইন্টারপোল সদস্যভুক্ত ১৫৮টি দেশের পুলিশ প্রধান ও  ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইন্টারপোলের সহযোগী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশ পুলিশের আইজি এ কে এম শহীদুল হক পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এ অধিবেশনে সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতা দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমনে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির বিষয়েও আলোচনা করবেন তিনি।

সম্মেলন চলাকালে বাংলাদেশ প্রতিনিধি দল চীন, মালয়েশিয়া, ওমান, ইন্টারপোলসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ কর্মকর্তারা সন্ত্রাসবাদ, ডানপন্থা, জঙ্গি অর্থায়ন, মানিলন্ডারিং ও সাইবার অপরাধসহ অন্যান্য বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ‘হত্যার ষড়যন্ত্রে’র খবর এবং সংবাদসূত্র পর্যবেক্ষণের ব্যর্থতা