গুলশানে নার্সের লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর গুলশানে সুফিয়া বেগম (২৮) নামে এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) সকালে গুলশান নর্দা এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে জানান, পারিবারিক কলহের জের ধরে সুফিয়া বেগম আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে সুফিয়ার স্বামী মো. শফিকুল ইসলামের কোনও খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, ২০১৬ সালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স পদে চাকরি পান সুফিয়া বেগম। তার বাড়ি জামালপুর সদরের দখলপুর গ্রামে। নর্দা ৩০/২, নম্বর আদনান ভিলায় থাকতেন তিনি।
সুফিয়া বেগমের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পাঁচ বছর আগে বিয়ে সুফিয়া বেগম ও শফিকুল ইসলামের বিয়ে হয়। নর্দার ওই বাসাতেই থাকতেন তারা। এই দম্পতির দুইটি সন্তান রয়েছে। দুই বছর আগে চাকরি নিয়ে কাতার চলে যান শফিকুল ইসলাম। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসতেন তিনি। গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন তিনি। নর্দার ওই বাসাতেই ছিলেন। শনিবার দিবাগত রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। এর জের ধরেই সুফিয়া বেগম বাসার ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দেন।
এসআই জয়নুল আবেদীন জানান, ময়নাতদন্তের জন্য সুফিয়া বেগমের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই সুফিয়া বেগমের মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন-

পৃথক ঘটনায় শিশুসহ দগ্ধ তিন জনের মৃত্যু

বাসা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর লাশ উদ্ধার