ক্লাসে ফিরেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলন (ফাইল ছবি)কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ায় সোমবার (০৯ অক্টোবর) ক্লাসে ফিরেছেন রাজধানীর সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

৬ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করলে তাদের সঙ্গে রবিবার রাতে বৈঠকে বসেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। সেখানে তিনি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর সোমবার ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি রিফাত হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকদিনের মধ্যেই প্রশাসনের বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। ওই মিটিংয়ে আমাদের ৬ দফা দাবি আলোচিত হবে। এরপর সমস্যা সমাধানের বিষয়ে লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এ বিষয়ে আশ্বাস দেওয়ার পর আমরা সবাই মেনে নিয়েছি। এছাড়া, আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী  নির্ধারিত সময়ের মধ্যে একাডেমিক রেজিস্ট্রেশন  করতে পারেননি। তাদের রেজিস্ট্রেশনের জরিমানাও মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে।’

ইউনিভার্সিটির ভিসির অপসারণ, বরখাস্ত হওয়া শিক্ষকদের চাকরিতে পুনর্বহালসহ ৬ দফার সবগুলো দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানান বিবিএ বিভাগের শিক্ষার্থীরা।

এ বিষয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ শাখার সহকারী সেকশন অফিসার আবদুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়ে এখনও লিখিত কিছু পাইনি। তবে শিক্ষার্থীরা সবাই একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন।