‘কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, তা নির্ধারণ কঠিন’

মাকসুদুল হক সোশ্যাল মিডিয়া কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, সেটা নির্ধারণ করা কঠিন বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী মাকসুদুল হক।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক  বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

মাকসুদুল হক বলেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিজে বলতে পারে না, সে আসক্ত কিনা। তবে আমার কাছে মনে হয়, আমি একটু বেশিই ব্যবহার করি। কিন্তু সেটা আসক্তি কিনা তা জানি না। অনেকবার চেষ্টা করেছি, ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দেবো, কিন্তু পারি না। এটা আসক্তি কিনা সেটা বলা কঠিন।’

তিনি বলেন, ‘তবে এটা সত্যি কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, সেটা নির্ধারণ করাও কঠিন। দেশের বিভিন্ন সময় ক্রাইসিস যখন দেখি, তখন সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করা হয়।’

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই বৈঠকিটি সরাসরি সম্প্রচার শুরু করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা।

বৈঠকিতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মাকসুদুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন, বিএসএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবায়দা নাসরিন, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।