কন্যা শিশুকে বোঝা মনে করবেন না: চুমকি

র‌্যালি উদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নে প্রধানতম অন্তরায়। আমাদের সমাজ কন্যা শিশুদের বোঝা মনে করে, কন্যা শিশুদের পড়াশোনার পেছনে টাকা খরচ করতে চায় না।তারা মনে করে কন্যা সন্তানকে বিয়ে দিতে পারলে বোঝা দূর হয়ে গেল। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সময় বদলেছে। কন্যা শিশুরা এখন আর  বোঝা নয়। বরং কন্যা শিশুরা হলো সর্বোত্তম বিনিয়োগ। কারণ,তাদের মধ্য থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম  পাবো।ছেলেদের চেয়ে মেয়েরাই বাবা-মায়ের বেশি যত্ন নেয়। মানববন্ধনে  সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার  প্রতিনিধিরা  অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রতিমন্ত্রী  দিবসটি উপলক্ষে এক সাইকেল র‌্যালি উদ্বোধন করেন। 

বাল্যবিবাহ নিরোধ দিবসে এবারের  প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘বাল্যবিয়ে রুখতে হলে,আওয়াজ তুলো তালে তালে।’