ক্লাসে মোবাইল ফোন নয়

ক্লাসরুমে মোবাইল ফোন (ছবি-সংগৃহীত)স্কুল-কলেজের ক্লাসে মোবাইল ফোন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।রবিবার (১৫ অক্টোবর) বিকালে মাউশি থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এর আগে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা না বলার নির্দেশ ছিল। এবার শ্রেণিকক্ষে মোবাইল ফোনও নিষিদ্ধ করলো মাউশি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান গত ১২ অক্টোবর আদেশে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক-শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে মনোযোগী হতে পারছে না। এটা অনাকাঙ্ক্ষিত ও অনপ্রিভেত।’

এতে আরও বলা হয়, ‘এ অবস্থায় শ্রেণিকক্ষে কার্যকরী পাঠদান এবং শিখন-শেখানো কার্যক্রম শিক্ষার্থীবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া যাচ্ছে।’
এ বিষয়ে নিশ্চিত করে মাউশির মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নজরে এসেছে ক্লাসে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করেন। তাতে শিক্ষার্ধীদের পড়াশোনার মনোযোগিতা চলে যায়। ফলে এই আদেশ জারি করা হয়েছে।’