দুর্নীতির অভিযোগে ল্যাবএইডের এমডিকে দুদকে তলব

ল্যাবএইড গ্রুপের হাসপাতালদুর্নীতির অভিযোগে ল্যাবএইড গ্রুপের এমডি ডা. এএম শামীমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বৃহস্পতিবার সকাল ৯টায় দুদক কার্যালয়ে তাকে উপস্থিত হতে বলা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) ডা. শামীমের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়।

দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ডা. শামীমের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন ও অবৈধ অর্থ দিয়ে বিদেশে বাড়ি কেনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে।

এর আগে গত ১৮ মে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গিয়েছিল দুদকের একটি টিম। হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরদের অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালটিতে যান দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি দল। তারা অভিযোগের বিষয়ে হাসপাতালের ডিরেক্টরদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।