আপন জুয়েলার্সের মালিকদের দুদকে তলব

শুল্ক গোয়েন্দা কার্যালয়ে সেলিম আহমেদ (ফাইল ছবি)আপন জুয়েলার্সের মালিক ও তার দুই ভাইকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী বুধবার তাদের উপস্থিত হতে বলা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) তাদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়।

দুদকের একজন উপপরিচালক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজধানীতে সম্প্রতি আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এগুলোর উৎস সম্পর্কে কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় তা জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিন ভাইকে তলব করা হয়েছে।’

আপন জুয়েলার্স (ফাইল ছবি)গত মার্চে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করে সেলিম আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার সহযোগীরা। এ ঘটনায় ব্যাপক তোলপাড়ের মধ্যে আপন জুয়েলার্সের ব্যবসা নিয়েও নানা খবর প্রকাশিত হয়। এরপর প্রতিষ্ঠানটির পাঁচটি শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয় বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা। তদন্তে নামে দুদকও।