রোহিঙ্গাদের সহায়তার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান

রোহিঙ্গাদের সহায়তার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতর, দফতর ও সংস্থায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়গত ১৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাজিয়া আফরিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রোহিঙ্গা শরণার্থীদের আর্থিক সাহায্য দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতর, দফতর ও সংস্থায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় আর্থিক সহায়তা দিতে ইচ্ছুক তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ আগামী ২৪ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পে অর্ডার/ডিডি/চেক শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।