গেণ্ডারিয়ায় মাদকাসক্ত তরুণের মৃত্যু

গেন্ডারিয়ারাজধানীর গেণ্ডারিয়ায় মাদকাসক্ত এক তরুণের মৃত্যু হয়েছে। কপালে ও মাথায় আঘাত পাওয়ার অবস্থায় বাসায় ঘুমিয়ে যায় সে। এর আধাঘণ্টা পর তার বমি হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।
মৃত তরুণের নাম মো. কামাল। বাবা মৃত মজিবর। নারায়ণগঞ্জের শহিদনগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। গেণ্ডারিয়া দয়াগঞ্জের নামাপাড়া বস্তিতে থাকতেন তিনি।
মৃতের বোন সেলিনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কামাল মাদকাসক্ত ছিল। আজ (বুধবার) বিকালে কামালের কয়েকজন বন্ধু বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে সন্ধ্যায় তাকে বাসায় দিয়ে যায়। এসময় কামালের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। কামালের বন্ধুরা জানায়, সে পড়ে গিয়েছিল। পরে ওর মাথায় পানি ঢালা হলে সে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। আধাঘণ্টা সে বমি করতে শুরু করলে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সোয়া ৯টায় কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন এবং ময়নাতদন্তের নির্দেশ দেন।’
এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য কামালের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।