পিটিআই সুপার পদে ২২ কর্মকর্তার পদোন্নতি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

দেশের প্রাইমারি টিচার ইনস্টিটিউটের (পিটিআই) ২২ জন সহকারী শিক্ষককে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) নাসরিন জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) প্রকাশিত আদেশটি গত ৯ নভেম্বর (বৃহস্পতিবার) স্বাক্ষর করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন পিটিআই-এর সুপারিনটেনডেন্ট (সুপার) পদ শূন্য থাকে। অবশেষে শূন্যপদ পূরণে গত এপ্রিলের শেষ দিকে ২২ জন সহকারী সুপারিনটেনডেন্টকে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের তালিকা দেখতে ক্লিক করুন এখানে