দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

niramoy24-bd_daibatic_baru.jpgদেশের প্রতি ১০ জন অন্তঃসত্ত্বা নারীর একজন ডায়াবেটিসে আক্রান্ত। শুধুমাত্র বারডেমের রেজিস্টারেই ডায়াবেটিস রোগীর সংখা পাঁচ লক্ষাধিক। যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশুও রয়েছে। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ২০১৭'র পরিসংখ্যানে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে ডায়াবেটিস সচেতনতা শীর্ষক এক ক্যাম্পেইনে এ পরিসখ্যান তুলে ধরা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রতিবছর এইদিনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’। সারাদেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।

এ উপলক্ষে সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি একটি র‍্যালি বের করে ডায়াবেটিক সমিতি। পরে দিনব্যাপী  ডায়াবেটিস পরীক্ষার ক্যাম্পেইন চালায় এ সমিতি। এছাড়াও গর্ভকালীন ফ্রি ডায়াবেটিস পরীক্ষা এবং ৬০০ টাকায় গর্ভধারণ পূর্ব ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন সমাজসেবী সংগঠন।