আলোচনার আশ্বাসে মিরপুরে অবরোধ তুলে নিলেন গার্মেন্টস শ্রমিকরা

অবরোধ তুলে নিলেন গার্মেন্ট শ্রমিকরাআলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় মিরপুরে অবরোধ তুলে নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।  শুক্রবার সকাল থেকে দুপুর ১টা নাগাদ মিরপুর ১২ নম্বর সড়ক আটকে রেখেছিলেন তারা। পরে স্থানীয় এমপি ইলিয়াস মোল্লার হস্তক্ষেপে ‘ট্রাস্ট ট্রাউজার’ গার্মেন্টসের বিক্ষোভরত শ্রমিকরা সরে যেতে রাজি হন।

ঘটনাস্থলে উপস্থিতি হয়ে ইলিয়াস মোল্লা বলেন, ‘আগামীকাল শনিবার আমি আমার নিজ বাসায় গার্মেন্টস কারখানার মালিক এবং ওই গার্মেন্টসটি যে ভবনে অবস্থিত তার মালিকের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের সব সমস্যা নিয়ে কথা বলবো, সমস্যাগুলোর সমাধান করবো।’ সংসদ সদস্যের এই আশ্বাসের পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

এদিকে মিরপুর জোনের এডিসি কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকরা বিক্ষোভ তুলে নিয়েছেন। এখন যান চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’  

উল্লেখ্য, ট্রাস্ট ট্রাউজার নামের ওই গার্মেন্টস কারখানার শ্রমিকরা মিরপুর ১২ নম্বর সড়কে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিক্ষোভ করছিলেন। বেতন পরিশোধ না করায় এবং হুট করেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় তারা সড়কে অবস্থান নিয়েছিলেন।

আরও পড়ুন- মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ