লালবাগে আগুনে শ্রমিক দগ্ধ

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালরাজধানীর লালবাগে পলিথিন কারখানার একটি কক্ষে আগুন লেগে সালমান (১৯)নামের এক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

সালমানের সহকর্মী সালাউদ্দিন জানান, ইসলামবাগ ঈদগাহ মাঠের পাশে পুতিকা পলিথিন ফ্যাক্টরিতে তারা কাজ করেনে। সেখানেই একটি কক্ষে তারা ঘুমাতেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিগারেট ধরানোর জন্য ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে সালমান দগ্ধ হন। তাকে রাত ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সালাহউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসলাইনের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে সালমান দগ্ধ হয়েছেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, সালমানের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 সালমান চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সৌদি প্রবাসী দুলাল মিয়ার ছেলে। দুই ভাই-বোনের মধ্যে সালমান ছোট।