প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী: প্রথম দিন অনুপস্থিত ১ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ১ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রবিবার (১৯ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিন সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা

নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৬ হাজার ৪৭১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৫৭ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৪৮ হাজার ৫৩৮ জন ছাত্রী। অনুপস্থিতির হার ৩.৭৯ শতাংশ।

অন্যদিকে, ইবতেদায়িতে ৩৮ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে ২৪ হাজার ১৫৭ জন ছাত্র এবং ১৪ হাজার ৭৫৫ জন ছাত্রী। এখানে অনুপস্থিতির হার ১৩.২১ শতাংশ।

প্রসঙ্গত, বাংলাদেশের সাত হাজার ২৬৭টি কেন্দ্রে রবিবার থেকে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।