হাজারীবাগে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত

গুলিরাজধানীর হাজারীবাগে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন চামড়া ব্যবসায়ী আব্দুর রহমান। তার কাছ থেকে ৫০ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি রবিবার (১৯ নভেম্বর) রাতের।
জানা যায়, আব্দুর রহমানের কাছে চাঁদা চেয়েছিল স্থানীয় সন্ত্রাসী সোলেমান বাহিনীর সদস্য দিদার, শামীম, বাবলু, সোহাগসহ পাঁচ-ছয় জন। কিন্তু তিনি চাঁদা দেননি। এ কারণে রবিবার রাতে ঘরে ফেরার সময় তার গতিরোধ করে চাঁদাবাজরা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, হাজারীবাগের ট্যানারি মোড়ের চৌধুরী বাড়ির মসজিদ রোডে আব্দুর রহমানের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। পালাতে চেষ্টার সময় তার পিঠে গুলি লাগে। তখন তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
আহত অবস্থায় আব্দুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বয়স ৩৭ বছর। তিনি হাজারীবাগের স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে।