ঢামেক থেকে ৩ মাস বয়সী শিশু চুরির অভিযোগ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড থেকে তিন মাস বয়সী একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে শিশুটির স্বজনরা ঢামেক পুলিশ ফাঁড়িতে অবস্থান করছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, চুরি হওয়া শিশুটির নাম জিম। তার বাবা জুয়েল মিয়া, মা সুমাইয়া আক্তার মাজেদা। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের খুরশিদ মহল গ্রামে। জুয়েল মিয়া পেশায় রিকশাচালক। অসুস্থ হয়ে গত ৩১ অক্টোবর ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি হন তিনি।
সুমাইয়া আক্তারের ভাগনে রাফসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালুকে (জুয়েল মিয়া) নিয়ে আমরা তিন সপ্তাহ হলো ঢাকা মেডিক্যালে আছি। রবিবার রাতে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। জিম ওর মায়ের সঙ্গেই ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থাতেই রাত ১২টা থেকে ১টার মধ্যে (সোমবার দিবাগত রাত) জিমকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। ১টার দিকে খালার (সুমাইয়া আক্তার) ঘুম ভাঙলে দেখে জিম নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ওকে পাইনি।’
রাফসান জানান, এ বিষয়ে অভিযোগ করার জন্য তিনি এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ২টা) ঢামেক পুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন। তবে সেখানে দায়িত্বশীল কেউ না থাকায় তিনি অভিযোগ করতে পারেননি। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য তিনি শাহবাগ থানায় যাবেন বলে জানান।
এ বিষয়ে জানতে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অন্য এক ঘটনার তদন্তের কাজে তিনি পুলিশ ফাঁড়ির বাইরে অবস্থান করছেন। শিশু চুরির অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে বিস্তারিত বলতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যব্স্থা নেবেন।
আরও পড়ুন-
ঘুমন্ত ৪০ শিশু-কিশোরের মধ্যে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা! (ভিডিও)