সরকার টেলিভিশন চ্যানেল নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়: তথ্যমন্ত্রী




মানববন্ধনে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বর্তমান সরকার টেলিভিশন চ্যানেল নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়। তবে আমরা ইলেক্ট্রনিক সম্প্রচারের দিকটি তদারকি করছি। তাই যত দ্রুত সম্ভব সম্প্রচার আইন নীতিমালা করা হবে।’ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে এর আয়োজন করে ব্রডকাস্ট প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপিএ)। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘সম্প্রচার আইন নীতিমালা পরিবর্তনের এখনও দুই মাস বাকি। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নীতিমালাটি আছে। সাংবাদিকরা এটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখলে আমাদের জানাতে পারেন।’

বিদেশি চ্যানেলগুলোকে আকাশদস্যু হিসেবে আখ্যা দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের সমাজে যেমন ভূমিদস্যু রয়েছে, তেমনি আকাশদস্যুও আছে। তারা আমাদের দেশীয় সংস্কৃতির ক্ষতি করছে। তাই এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

মানববন্ধনে আরও ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, বিপিএ’র সভাপতি শামসুদ্দিন হায়দার ডালিম, সহ-সভাপতি কাজী নাজমুল আলমসহ সংগঠনের নেতারা।