ব্লগার নিলয় হত্যা: আসামি সোহেল ৪ দিনের রিমান্ডে

ব্লগার নিলয় (ফাইল ছবি)

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার আসামি আবু সিদ্দিক সোহেল ওরফে সাজিদ ওরফে সাহাদ ওরফে সাকিবের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম খুরশিদ আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। জিআরও আশরাফ আলী জানান, বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আবু সিদ্দিক সোহেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক বাহাউদ্দিন আবু সিদ্দিক সোহেলকে ১০ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ আগস্ট নিজ বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।