‘নিজাম হাজারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধেই খালেদার গাড়ি বহরে হামলা’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আজহারুল হক আরজুনিজাম হাজারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই তিনি তার ক্যাডার দিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়েছেন। ফেনী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আজহারুল হক আরজু এ অভিযোগ করেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আরজু বলেন, ‘নিজাম উদ্দিন হাজারী ও অন্য এক ব্যক্তির ইশারায় ফেনীতে বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে।’ এসময় সাংবাদিকেরা অন্য সেই ব্যক্তির নাম জানতে চাইলে তিনি বলেন, ‘তার নাম বললে আমি বাড়ি পর্যন্ত যেতে পারব কিনা, সন্দেহ আছে।’ ওই ব্যক্তির নাম বলতে একাধিকবার অস্বীকৃতি জানালেও পরে সাংবাদিকদের বারবার প্রশ্নের মুখে তিনি বলেন, অন্য সেই ব্যক্তি হলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী (নাসিম)।
লিখিত বক্তব্যে সাংবাদিকদের আরজু বলেন, ‘সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে যে হামলার ঘটনা ঘটে, সেটিও ছিল পূর্বপরিকল্পিত। সেদিন বেছে বেছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টিভি ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়ি ভাঙচুর করা হয়। পুরো ঘটনার নেপথ্য নায়ক নিজাম হাজারী।’
সংবাদ সম্মেলনে জেলার আওয়ামী লীগ নেতা আজহারুল হক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে খুন, দুর্নীতি, বিদেশে অর্থপাচার, প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হামলার অভিযোগও আনেন।
উল্লেখ্য, খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিতে কক্সবাজারে যাওয়ার পথে ২৮ অক্টোবর ফেনী জেলায় মোহাম্মদ আলী বাজারে তার গাড়িবহরে হামলা হয়। ওই ঘটনায় গণমাধ্যমের বেশকিছু গাড়ি ভাঙচুর হয়, আহত হন অনেক সাংবাদিক।