নিবন্ধন শর্ত প্রতিপালন: ইসিকে তথ্য জানিয়েছে ১৪ রাজনৈতিক দল

নির্বাচন কমিশননিবন্ধনের শর্ত প্রতিপালনের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) তথ্য জানায়নি অর্ধেকের বেশি রাজনৈতিক দল। মঙ্গলবার বিকাল পর্যন্ত কমিশন ১৪টি রাজনৈতিক দলের জবাব পেয়েছে। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি তথ্য জানাতে সময় চেয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
রাজনৈতিক দলগুলো নিবন্ধন শর্ত প্রতিপালন করছে কিনা তা জানতে নির্বাচন কমিশন গত ১ নভেম্বর নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেয়। ওই চিঠিতে নিবন্ধন শর্ত প্রতিপালন করছে কী না- তা জানাতে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়।
ইসির সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, মঙ্গলবার বিকাল পর্যন্ত ১৪টি দলের জবাব পাওয়া গেছে। তবে ডেসপাসসহ বিভিন্ন দফতরে আরও কয়েকটি দলের জবাব থাকতে পারে বলে ধারণা তাদের।
ইতিমধ্যে যেসব দলের জবাব পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে- জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিকল্পধারা বাংলাদেশ।