খালেদা জিয়া মামলার কার্যক্রমকে বিলম্বিত করছেন: রাষ্ট্রপক্ষের আইনজীবী

আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বক্তব্য দীর্ঘায়িত করার মাধ্যমে খালেদা জিয়া মামলার কার্যক্রমকে বিলম্বিত করছেন বলে আদালতে অভিযোগ করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পুরনো ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিচারক ড. আক্তারুজ্জামানের বিশেষ আদালতকে তিনি এ অভিযোগ করেন।

মামলায় ষষ্ঠ দিনের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন খালেদা জিয়া। কিন্তু তার বক্তব্য শেষ না করায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।

আদালতকে বলেন, ‘আজ  (বৃহস্পতিবার)আদালতে ৩৪২ ধারায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু এখানে তিনি একজন সাক্ষীর (হারুন অর রশিদ) ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তাকে (সাক্ষীকে) ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তিনি এই নিয়ে ছয় সপ্তাহ বক্তব্য দিচ্ছেন। তিনি মুখে না বলে লিখিত বক্তব্য আপনাকে (বিচারক) দিয়ে সহযোগিতা করতে পারতেন।’

মোশাররফ হোসেন কাজল আদালতের উদ্দেশে আরও বলেন, ‘৪৯৭ ধারায় তারা (খালেদার আইনজীবীরা) স্থায়ী জামিন চাচ্ছেন। কিন্তু তার জামিন স্থায়ী করার কিছুই নেই।’

এসময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আদালতের উদ্দেশে বলেন, ‘আত্মপক্ষ সমর্থনে আপনি (বিচারক) এবং আসামির (খালেদা জিয়া) মধ্যে পাবলিক প্রসিকিউটর যেসব কথা বললেন তাতে আমি হার্ট (ব্যথিত) হয়েছি। পাবলিক প্রসিকিউটরের কথাতেই স্পষ্ট হয়েছে যে, এটি একটি রাজনৈতিক মামলা। ২০০৭ সালের এক-এগারোতে মামলাটি করা হয়েছিল। এ কারণেই এটি রাজনৈতিক মামলা ছাড়া আর কিছুই নয়।’
এরপর জয়নুল আবেদীন মামলাটি দুই সপ্তাহের জন্য মুলতবি ও খালেদার স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু আদালত আবেদন দুটি নামঞ্জুর করে আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মামলার পরবর্তী দিন নির্ধারণ করেন।

অারও পড়ুন: 
আমি নির্দোষ: খালেদা জিয়া