মিরপুরে নারী সাংবাদিককে উত্ত্যক্তের অভিযোগে আটক ৩

মিরপুর থানায় আটক তিন বখাটেএক নারী সাংবাদিককে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে তিন জনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মা ও এক বন্ধুর সামনেই ওই সাংবাদিককে বখাটেরা অশ্লীল মন্তব্যের পর টানাহেঁচড়া ও আঘাত করে। এ ঘটনায় একটি মামলা করেছেন তিনি। বুধবার রাত ৮টার দিকে মিরপুর-১০ এর বিক্রমপুর হোটেল ও রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

ওই সাংবাদিক একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত। রাতে মা ও এক বন্ধুকে নিয়ে কেনাকাটা শেষে ফুটপাত দিয়ে বাসায় ফিরছিলেন তিনি। ওই সময় চার বখাটে তার কাছে এসে অশ্লীল মন্তব্য করে। তিনি এর প্রতিবাদ করলে তারা তার ওপর চড়াও হয়। তার মা ও বন্ধুকেও হেনস্তা করা হয়। এক পর্যায়ে তারা তাকে টেনে পাশের বিক্রমপুর হোটেলের পেছন দিকে নিয়ে যায়। এ সময় তাকে আঘাতও করে তারা। পরে তার চিৎকারে একজন পথচারী এগিয়ে এলে বখাটেদের কাছ থেকে সরে যেতে সক্ষম হন তিনি।

খবর পেয়ে পুলিশ এসে উত্ত্যক্তকারী নজরুল, ফারুক ও রিপনকে আটক করে। তবে ঘটনার মূলহোতা মামুন পালিয়ে যায়। আটকরা হকার বলে জানিয়েছে পুলিশ।

ওই সাংবাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা থানায় গিয়ে অভিযোগ করেছি। এর ভিত্তিতে  মামলা নেওয়া হয়েছে।’ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. সেলিম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছি। বাকিদেরও গ্রেফতার চেষ্টা চলছে।’