‘৭ মার্চের ভাষণ ১৮ মিনিটের এক অলিখিত মহাকাব্য’

আনন্দ শোভাযাত্রায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীরা

‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার মানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক বিশ্বে ‘প্রামাণ্য দলিল’ হিসেবে স্বীকৃতি পাওয়া। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর সেদিনের নির্দেশনা ছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য সুস্পষ্ট প্রত্যয়।’

শনিবার (২৫ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে আনন্দ শোভাযাত্রা শেষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম একথা বলেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এসময় দূতাবাসের সব কর্মকর্তা এবং রিয়াদে বাঙালি কমিউনিটির বিভিন্ন পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের রঙিন সংস্করণ দর্শকদের দেখানোর মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়।

দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলশিক্ষক খাদেমুল ইসলাম, প্রকৌশলী মো. গোফরান, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, মো. আব্দুল কুদ্দুস, ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করীম, কৃষিবিদ শামীম আবেদিন এবং আরও অনেকে।

স্কুলশিক্ষক খাদেমুল ইসলাম বলেন, ‘৭ মার্চের ভাষণ এ ভাষণ ১৮ মিনিটের এক অলিখিত মহাকাব্য। ১৮ মিনিটের এ ভাষণে প্রায় ১২শ’ শব্দ ছিল। প্রতি মিনিটে বঙ্গবন্ধু ৬৫-৬৬টি শব্দ উচ্চারণ করেছিলেন। ভাষণের প্রতিটি শব্দ-প্রক্ষেপণই ছিল উদ্বুদ্ধ করার মতো। তাই জনগণ সেদিনই দেশ স্বাধীন করার ব্যাপারে প্রত্যয়ী হয়ে উঠেছিল।’

৭ মার্চের ভাষণের সিডি আরবি ভাষায় রূপান্তর করে দূতাবাসে আসা সৌদি পরিদর্শকদের কাছে বিলি করার পরামর্শ দিয়ে প্রকৌশলী মো. গোফরান বলেন, ‘এভাবে প্রচারের ব্যবস্থা করলে বঙ্গবন্ধুর ভাষণ বিদেশিদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।’

ভাষণটি যাচাইবাছাই এবং স্বীকৃতি প্রস্তাবনার জন্য ১৪ সদস্যের আন্তর্জাতিক পরামর্শক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কিং সউদ বিশ্ববিদ্যালয়ের ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব-স্বীকৃতি পাওয়ার পেছনে সৌদি আরবের অব্যাহত সাপোর্ট ছিল। এটাও বাংলাদেশের জন্য আরও এক মাইলফলক।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রম-কাউন্সেলর মো. সারোয়ার আলম এবং ইকোনমিক-কাউন্সেলর ড. আবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন আহমেদ। এতে রিয়াদ আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।