১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলামের বিক্ষোভ (ছবি: সাজ্জাদ হোসেন)

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (৮ ডিসেম্বর) জুমার নামাযের পর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।

নূর হোসাইন কাসেমী বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ সিদ্ধান্ত যতদিন পর্যন্ত পরিবর্তন না হয়, আমাদের সংগ্রাম চলবে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে সারাদেশের মুসলামানরা সংঘবদ্ধ। আমেরিকাকে এ সিদ্ধান্ত পরির্বতন করতে হবে, না হলে আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, বুধবার (৬ ডিসেম্বর) জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কূটনৈতিক অভ্যর্থনা কক্ষে দেওয়া ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন।