শাহজালালে ভিভিআইপি টার্মিনালের রাস্তা অভ্যন্তরীণ যাত্রীদের জন্য উন্মুক্ত

ভিভিআইপি টার্মিনালঅভ্যন্তরীণ রুটের যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে যানজট এড়াতে ভিভিআইপি রাস্তা ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ রাস্তা দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করা যাবে।

এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ উস সাদিক বলেন, ‘বিমানবন্দরে প্রবেশে যানজট একটি বড় ভোগান্তির কারণ। অভ্যন্তরীণ যাত্রীদের জন্য তাই ভিভিআইপি টার্মিনালের অ্যাপ্রোচের রাস্তা খুলে দেওয়া হয়েছে। যানজট এড়িয়ে সহজে এ রাস্তা দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করাযাবে। তবে আন্তর্জাতিক যাত্রীদের জন্য এই প্রবেশ পথ উন্মুক্ত নয়।’

 আরও পড়ুন: 

আগেই ভর্তি পরীক্ষা নিয়ে আয়ের কৌশল জাতীয় বিশ্ববিদ্যালয়ের