আন্তর্জাতিক পর্বত দিবস আজ

1200px-Dumlong_Haphongআন্তর্জাতিক পর্বত দিবস সোমবার (১১ ডিসেম্বর)। এ বছরের প্রতিপাদ্য ‘পার্বত্য অঞ্চলের ঝুঁকি: জলবায়ু, ক্ষুধা, অভিবাসন’। পর্বতের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র ইত্যাদি বিষয়ের গুরুত্ব তুলে ধরাই এর উদ্দেশ্য।

বাংলাদেশে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পর্বতারোহীদের সংগঠনগুলো। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে নাগরিক সংলাপ। এখানে অংশ নেবেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান ও বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ধন বাহাদুর ওলী।

সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট থেকে শোভাযাত্রা বের করে শহীদ মিনারে যাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এতে অংশ নেবে পর্বাতারোহী এম এ মুহিত, নিশাত মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট সোসাইটির সদস্য ও বাংলাদেশে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীরা।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রেসিডেন্ট পর্বাতারোহী এম এ মুহিত বাংলা ট্রিবিউনকে বললেন, ‘২০০৫ সাল থেকে আমরা দিবসটি উদযাপন করে আসছি। এবার আমাদের সঙ্গে ঢাকাস্থ নেপাল দূতাবাসও অংশ নিচ্ছে।’

২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস নির্ধারণ করে। এরপর বিশ্বজুড়ে প্রতি বছর এই দিনে দিনটি উদযাপন হচ্ছে। ২০১৬ সাল থেকে জাপানে দিবসটি উদযাপনে রাষ্ট্রীয় ছুটি থাকে।