মৌচাকে পুলিশের ওপর হামলার মামলায় ৯ আসামির জামিন

সুপ্রিম কোর্ট

রাজধানীর মৌচাকে আসামি গ্রেফতারের সময় সোয়াট ও থানা পুলিশের ওপর হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় ৯ জনকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

এই ৯ জন আসামি হলেন- ফয়েজ আহমেদ, নাসির উদ্দিন দুলাল, ইসমাঈল হোসেন প্রধানীয়া, মো. ফেরদৌস খান, মো. মোবারক উল্লাহ, সাইফুর রহমান খোকন, মনিরুজ্জামান, আবু রায়হান ও শামসুর রহিম।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম. আমীন উদ্দীন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাতে আসামি ধরতে গিয়ে রাজধানীর মৌচাকে ব্যবসায়ীদের মারধরের শিকার হন পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের একদল সদস্য। খবর পেয়ে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরেও চড়াও হন ব্যবসায়ীরা।

পরে ওই ঘটনায় সোয়াটের পাঁচ জন ও থানার দুই পুলিশ সদস্য আহত হন। এর পরিপ্রেক্ষিতে সোয়াট ও পুলিশ ওইদিন রাতেই রমনা থানায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার আসামিরা জামিনের আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেন।

 আরও পড়ুন: ডিবি সদস্যদের ভুয়া ভেবে ধাওয়া না পরিকল্পিত হামলা?